অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: নিম্নমানের কাজ করার অভিযোগে ড্রেনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত ৪ নং হরসূরা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি অনুসারে এ এলাকার বাবুন সরকারের বাড়ি থেকে নিখিল বর্মন এর বাড়ি পর্যন্ত পাকা ড্রেন তৈরি করবার কাজ শুরু হয়েছে। প্রায় ৫৩ মিটার দৈর্ঘ্যের এই পাকা ড্রেন তৈরি করবার জন্য ২ লক্ষ ৪৫ হাজার ১৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানেই গ্রামবাসীদের অভিযোগ, ড্রেন তৈরিতে অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে। পাশাপাশি সরকারি সিডিউল মেনেও কাজ করা হচ্ছে না বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ড্রেন তৈরীর কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। সম্পূর্ণ সিডিউল মেনে কাজ করতে হবে বলেই দাবি স্থানীয়দের।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পাকা ড্রেন তৈরির কাজ সঠিকভাবে সরকারি সিডিউল মানে হচ্ছে না। কোন জায়গায় হাফ ইঞ্চি তো কোন জায়গায় দেড় ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। পাশাপাশি যে গাথনির কাজ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এবিষয়ে ঠিকাদার জরুল কর্মকার জানান, যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ সঠিক নয়।নিম্নমানের কাজ করার কথা আমি মিস্ত্রিকে বলিনি। ৪ ইঞ্চি ঢালাই এর কথা বলা হয়েছে। ঢালাই এর ক্ষেত্রে কোথাও যাতে কোনো কমতি না হয় সে বিষয়ে বলা হয়েছে। গ্রামবাসীদের দাড়ির মতো সরকারি সিডিউল মেনেই কাজ করা হবে। এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, যে কাজটি হচ্ছে তা সহকারী উন্নয়নমূলক কাজ। এই কাজ সরকারি সিডিউল মোতাবেক হওয়া উচিত।সরকারি সিডিউল মেনে কাজ না করায় গ্রামবাসীরা তার প্রতিবাদ করেছে এবং কাজ বন্ধ করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct