এম মেহেদী সানি,হাবড়া,আপনজন: পরিবারের সকলের করোনা টিকার দুটি ডোজ সম্পূর্ণ হয়ে থাকলে মিলবে পৌরসভার হোল্ডিং ট্যাক্সে ছাড়। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এমন উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পৌরসভা। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা৷ এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে জানান ‘করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ থাকলেও দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ তুলনামূলক কম৷ দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য হাবড়া পৌরসভার পক্ষ থেকে বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, পরিবারের সকলের যদি দ্বিতীয় ডোজ টিকা নেওয়া থাকে তাহলে পৌরসভার হোল্ডিং ট্যাক্সের উপর এপ্রিল-জুন পর্বে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে৷’ আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে হোল্ডিং ট্যাক্স দিতে হবে পৌরসভাকে সেই ট্যাক্স দেওয়ার সময় পরিবারের সকলের করোনা টিকার দ্বিতীয় ডোজের কাগজ জমা দিলে মিলবে ২৫ শতাংশ ছাড়। হাবড়া পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চলছে করোনা টিকা দেওয়ার কাজ সকলকে দ্বিতীয় ডোজ করোনা টিকা নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা৷ তিনি বলেন ‘আমাদের লক্ষ্য হাবরা পৌরসভায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ বসবাস করেন, এই ১০০ শতাংশ মানুষকে আমরা সুরক্ষিত রাখবার জন্য করোনার সবকটি ডোজ সম্পূর্ণ করবো।’ উল্লেখ্য, এখনও বহু মানুষের মধ্যে করোনা টিকা নেওয়অর ব্যাপারে অনীহা রয়েছে। তাই এলাকার কোনও মানুষ যাতে করোনার দ্বিতীয় ডোজ থেকে বাদ না যান তার জন্য হাবড়া পৌরসভা এই অভিনব উদ্যোগ গ্রহণ করে নজির সৃষ্টি করল। তবে, কতটা মানুষ উৎসাহী হয় সেটােই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct