জৈদুল সেখ,কান্দি,আপনজন: সমাজসেবী, পরিবেশপ্রেমী, প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তার। বহুবার তাকে দেখা গেছে খেলার ময়দানে যুব সমাজ কে উৎসাহিত করে ফের তাদের মাঠমুখী করতে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে মুর্শিদাবাদের কান্দির বিশিষ্ট সমাজসেবী মোস্তাক রশিদকে। থিওফেনি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডক্টর অফ ফিলোসফি উপাধীর পর এবার বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড উপাধি পেয়ে মুর্শিদাবাদ জেলা বাসীর মুখ উজ্জ্বল করলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ ডক্টর মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ ।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারি কলকাতার গীতাঞ্জলি আয়োজিত বেঙ্গল ইক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২কলকাতার আইসিআর হল অনুষ্ঠানে অভিনেত্রী উর্মি অর্থাৎ অন্বেষা হাজরার হাত থেকে উক্ত অ্যাওয়ার্ডটি পান মোহনলাল রশিদ। বিশেষত তার অসামান্য সমাজসেবা মূলক কর্মকাণ্ডের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হন। বেঙ্গল ক্সিলেন্স লাইফটাইম অ্যাচিভমেন্ট পান বিখ্যাত অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক ডা. কুনাল সরকার, রসগোল্লার আবিষ্কারক নবীন চন্দ্র দাসের কীর্তি সহ শুভময় চট্টোপাধ্যায় , লক্ষী কাশি, অলোক কুমার আঢ্য , অজন্তা সরকার, তপন রায় , কৌশিক হোসেন কেও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত সাঁওতাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদের পুত্র মোস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ। বর্তমানে তিনি বহরমপুরের বাসিন্দা। করোনার প্রকোপে যখন চারিদিকে কার্যত ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছিল, তখনদিনের পর দিন রান্না করা খাবার পৌঁছে দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও আত্মীয়দের জন্য। মোস্তাক রশিদ বলেন, এই সন্মান পেয়ে সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আরও বেড়ে গেল। যদিও এই সন্মান পেয়েছেন আমি আনন্দিত বোধ করছি।’ ছবি: উম্মর সেখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct