জোনাকি
সুহানা পারভীন
____________
হঠাৎ দেখি তেঁতুল গাছে
জোনাকিদের বাসা।
চারিদিকে অন্ধকার
জোনাকিতে ঠাসা।
প্রশ্ন করি ও জোনাকি
কিসের হাসি হাসা?
আর যে বলি ও জোনাকি
কোন ইচ্ছের আলো।
উড়ে উড়ে যাচ্ছো তুমি
লাগছে তোমায় ভালো।
ও জোনাকি আছে তোমার
ছোট্ট দুটি ডানা।
উড়ে উড়ে দিচ্ছো তুমি
এগাছ ওগাছ হানা।
তোমার ওই মিষ্টি আলোয়
মেটাবো অন্ধকার।
এবার তুমি সুখের কথা
ভাবো বার বার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct