বাপুজি
তাপস কুমার বর
________________________
এখনো ওরা বন্দিত......
দেখো চল্লিশ কোটি জনগণ।
কোথায় সেই প্রতিবাদের শাণিত ধার?
ওরা এখনো রুক্ষ-জীর্ন অভুক্ত।
ছিল সে রক্তে কোটি কোটি জন জোয়ার....
দেখো ভারতের স্বাধীনতার যুদ্ধের প্রাঙ্গণ।
তুমি জাতির জনক গান্ধীজি,
ভারতের God the father...
করেছো প্রতিবাদ অহিংস সত্যাগ্রহ আন্দোলন।
ছিল না তোমার কোন আড়ম্বর,
নিজের চরকায় তৈরি ধুতি শালে কাটতো জীবন।
কোথায় আমাদের বাপুজি আজ....
প্রতিবাদে গর্জে উঠেছে ওই দেখো রণাঙ্গন।
শোন হে চল্লিশ কোটি জনগণ...
বলছে বাণী করেঙ্গে ইয়া মরেঙ্গে,
শাশ্বত থাকবে সত্যম্ শিবম সুন্দরম্।
স্বাধীনতা সংগ্রামের রক্তে রাঙা প্রতিবাদ...
দেখেছো কি জনগণ?
শিকল বেড়ির অত্যাচারী সিংহাসন....
প্রতিবাদ হোক মহাত্মা গান্ধীজির অহিংস আন্দোলন।
সবরমতী সাধারণ ওই আশ্রম....
মহাত্মা গান্ধীজির খাদ্যাভাসে কেটেছে নিরামিষ জীবন।
তুমি জাতির পিতা গান্ধীজি,
কাটিয়েছো জীবন শুধু স্বাধীনতা আন্দোলন।
স্বাধীনতার অগ্রণী ভূমিকায় আজও....
শিখেয়েছো অহিংস সত্যাগ্রহ আন্দোলন।
দেশের বুকে অকালে আজ....
কখন হারিয়ে গেলে হত্যালীলার ষড়যন্ত্রে?
কোটি কোটি জনগণ কেঁদেছে সেদিন...
আমাদের জাতির পিতা বাপুজি ফিরে এসো আবার?
যুগে যুগে তুমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে....
রইবে শাশ্বত অমর ভারতের উজ্বল ধ্রুবতারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct