সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: একদা বাড়ি বিক্রেতার আত্মীয়পরিজনের ষড়যন্ত্রে ঘরছাড়া হয়েছিলেন এক দম্পতি। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর নির্দেশে অসহায় দম্পতি ফিরে পেলেন নিজ বাড়ি।গত সপ্তাহে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর নির্দেশে বেদখল হওয়া সম্পত্তির আপিল পিটিশন মামলায় জয় পেলো পুরুলিয়ার এক বৃদ্ধ দম্পত্তি। হাইকোর্টের নির্দেশে স্থানীয় থানার পুলিশের নিরপত্তায় বৃদ্ধ দম্পতি কে বাড়ি ফেরানো হয়েছে অনেক আগেই।প্রায় সাতমাস পুলিশ নিরাপত্তা দিচ্ছে এই দম্পতি কে। এই ঘটনাটি পুরুলিয়া জেলাত কাশিপুর থানার সোনাথলির মিহি গ্রামে। আদালত সুত্রে প্রকাশ, গত ২০১৭ সালে ওই দম্পতির আত্মীয় নান্দলাল মান্ডি কাছ থেকে ৪০ ডেসিমিল জায়গা সহ একটি গৃহস্থ বাড়ি কেনেন স্থানীয় এলাকার বৃদ্ধ দম্পতি মাকু হেমব্রম ও তাঁর স্বামী বরকারাম হেমব্রম। গত ২০২০ সালে অক্টোবর মাসে নন্দদুলালের সম্পর্কের এক আত্মীয় অজিত টুডু সহ তার দলবল ওই বাড়ি সহ ৪০ ডেসিমিল জায়গা টি নিজের দাবি করে জোর পূর্বক বেদখল করে নেয় বলে অভিযোগ। এই সমস্যা নিয়ে স্থানীয় কাশিপুর থানায় জানিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। বিষয় টি জমিজায়গা সংক্রান্ত হওয়ায় কাশিপুর থানার পুলিশ হস্তক্ষেপ গ্রহণ করেনি বলে প্রকাশ। পরে গোটা বিষয় টি পুরুলিয়া জেলা পুলিশ কে জানানো হয় । অভিযোগ, সেখানেও কোনো কাজ না হওয়ায়, বাধ্য হয়ে গত মে মাসে কলকাতা হাইকোর্টে রিট।পিটিশন দাখিল করেন ওই দম্পতি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে পুলিশি নিরাপত্তা সহ ওই দম্পতি কে নিজ বাড়িতে ফেরানোর নির্দেশিকা জারি করা হয়। এরপর স্থানীয় থানার পুলিশ ওই দম্পতি কে বাড়িতে ফিরিয়ে আনে।কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে বিপক্ষ ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ আগেকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশিকা কে বহাল রাখে বলে জানিয়েছেন ওই দম্পতির আইনজীবী সৌগত মিত্র মহাশয়।জেলা পরিষদের অন্যতম সদস্য ও অপার্থিব ইসলাম বলেন সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা নিরপত্তার সঙ্গে নিরপেক্ষ ভাবে সঠিক খবর পরিবেশন করবে । বিশিষ্ট সাহিত্যিক রমজান আলী বলেন দক্ষিণ আমাদের প্রেস ক্লাবের সদস্যদের দ্বারা দক্ষিণ আমাদের কৃষ্টি-কালচার সংস্কৃতি-ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামী ধর্মমঙ্গল কাব্যের কবিদের কথা তুলে ধরা হবে এই কামনা করি। সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দীন বলেন দক্ষিণ দামোদর প্রেস ক্লাব মানুষের কথা তাদের সমস্যার কথা তুলে ধরবে । দক্ষিণ দামোদরের ভূমিপুত্র তথা বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় সঠিকভাবে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । তিনি বলেন দক্ষিণ দামোদর হচ্ছে রত্নগর্ভা এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী জন্মগ্রহণ করেছেন শুধু জেলা নয় রাজ্য দেশকে তারা সমৃদ্ধ করেছেন এই মাটিতে জন্ম গ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে হয় ।সিপি আই এম নেতা কওসের আলী আরামবাগ রোডের যানজট ,দক্ষিণ দামোদরের বাস শহরে ঢুকতে পারছেনা এই বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন ।সমাজের সমস্ত স্তরের মানুষ তথা শিক্ষক ,সমাজসেবী,সাংবাদিক , বিভিন্ন রাজনৈতিক দল ,সাধারণ মানুষের সাতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct