আব্দুস সামাদ মন্ডল,কলকাতা,আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ইতিহাস তার সাফল্য এবং সংগঠনের বিস্তারের তথ্যবহুল লেখা - বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন, বইটি প্রকাশিত হল কলকাতা প্রেস ক্লাবে।বইটির লেখক মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সম্পাদক ও শিক্ষক আবদুল মোমেন বইটি আনুষ্ঠানিক প্রকাশ করেন এককালের মাদ্রাসা ও সংখ্যালঘু আন্দোলনের পুরোধা বর্তমান কলকাতা পুরনিগমের পৌরপিতা বিজয় উপাধ্যায়
অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক ও হাসনেচা সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা মোজাফ্ফার হোসেন, প্রাক্তন সম্পাদক বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম, প্রাক্তন সভাপতি ও কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুলের শিক্ষক ডঃ ফজলুর রহমান মণ্ডল, এনায়েতপুর সিনিয়র মাদ্রাসা সুপারিনটেডেন্ট মাওলানা মশিহুর রহমান লস্কর, হাফেজ মাওলানা আহসানুল বারী, প্রতিষ্ঠাতা সদস্য ও মনু মেমোরিয়াল হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল ওহাব, মাওলানা আতিয়ার রহমান, মাদ্রাসা ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি ও সম্পাদক বর্তমান সাজিদুর রহমান ও মাসুদুর রহমান সরদার প্রমুখ সংক্ষিপ্ত অনুষ্ঠানে লেখক আবদুল মোমেন বইটির আনুষ্ঠানিক প্রকাশক হিসেবে বিজয় উপাধ্যায়কে নির্বাচন কেন তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে বাংলার মাদ্রাসা ছাত্র আন্দোলনের ইতিহাসে বিজয় উপাধ্যায় একজন উজ্জ্বল নাম। তাই এই ঐতিহাসিক বইটি প্রকাশের ঐতিহাসিক মুহূর্তের শাক্ষি রাখা একান্ত প্রাসঙ্গিক মনে করি। তিনি দীর্ঘ প্রায় এগারো বছর মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পৃষ্ঠপোষকতার ভূমিকায় ছিলেন তাছাও আজান মামলায় মাইকে আজানের পক্ষে সওয়াল করে হাইকোর্টের রায়ের বিরোধিতা করে এক মাস কারাবরণও করেন। অন্যান্য বিশিষ্টরা ওনার নির্বাচন সথার্থ বলে লেখকের ভুয়ষী প্রশংসা করেন।লেখক আবদুল মোমেন জানিয়েছেন বইটিতে কুড়ি বছরের গবেষণালব্ধ তথ্য তুলে ধরা হয়েছে। বইটি পাঠকের কাছে সমাদৃত হলে পরবর্তীতে পরিবর্ধিত সংস্করণ প্রকাশ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct