মঞ্জুর মোল্লা,নদীয়া,আপনজন: নদিয়ায় কৃষ্ণনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অঞ্জনাপাড়া এলাকায় বাংলা আবাস যোজনা নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ উঠল। প্রতিবাদ করলে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি কো-অডিনেটার ও ঠিকাদার বিরুদ্ধে। নিতাই পোদ্দার জানান পৌরসভার থেকে সরকারি বাংলা আবাস যোজনার হাউসিং ফর অল-এর আওতায় তাঁদের এই বাড়ি তৈরি হচ্ছিল। অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল আমি ঘর করা বন্ধ করে দিয়ছি কার হচ্ছে যখন মিস্ত্রির ইট ঘর তৈরি করে হচ্ছে হাত দিলে ইট খুলে যাচ্ছে সিমেন্ট বালি জমছে না খুবই নিম্নমানের সিমেন্ট বালি দিয়ে ঘরের কাজ করছিল সেই কারণে হাত দিলে ইট খুলে খুলে যাচ্ছে। উপভোক্তাদের দাবি, বাড়ির বালি-সিমেন্ট খসে পড়ছে হাত দিলেই।আর এই বিষয় জানাতে গেলেই তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেন। সম্পূর্ণ অস্বীকার করে ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় বোস জানান, সমস্ত মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে।কিছু সমস্যার কারণেই আটকে রয়েছে বাড়ি তৈরি করার কাজ। পুনরায় খুব শীঘ্রই শুরু হবে সেই কাজ। বিজেপির তরফ থেকে দাবি,হাউসিং ফর অল-এর অধীনে বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন সময় এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়। এমনকি যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয়, সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস। তার ফলেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি তৈরি করা হচ্ছে অভিযোগ। স্থানীয় বিরোধী দলের নেতার দাবি, এই বিষয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct