নিজস্ব প্রতিবেদক,বহরমপুর,আপনজন: এক ম্যাটাডোরে কাফ সিরাপ সহ দুইজনকে গ্রেফতার করছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল, মশিউর রহমান (৩২) বাড়ি শ্মশানি গ্রামে। অন্যজন বোগদার শেখ (২৩) ব চরবাবুপুরের দিনুটোলা গ্রামে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে পেশ করা হয়েছে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার সহ বৈষ্ণবনগর থানার পুলিশ একটি অভিযান চালায় বৈষ্ণবনগর এলাকার জাতীয় সড়কে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিশেষ সূত্রে জানতে পারেন, মুর্শিদাবাদ থেকে একটি ম্যাটাডোর ভর্তি কাফ সিরাপ বৈষ্ণবনগর এলাকায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে । এই গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বাহিনী নিয়ে জাতীয় সড়কে তল্লাশি অভিযান শুরু করে। নির্দিষ্ট গাড়িটি আসতে সেটাকে আটক করা হয় ও গাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন। গাড়িতে রয়েছে কাফ সিরাপ। বিভিন্ন প্যাকেটে করে সাজানো রয়েছে সিরাপগুলি। গাড়িটিকে নিয়ে যাওয়া হয় সংশ্লিষ্ট বৈষ্ণবনগর থানায়। সেইসঙ্গে গাড়ির চালক ও গাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। ১৪৯০বোতল কফ সিরাপ উদ্ধার হয়। কফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া বলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সূত্র মারফত জানতে পেরে একটি অভিযান চালানো হয়। জাতীয় সড়ক থেকে একটি গাড়ি ভর্তি কাফ সিরাপ আটক করা হয়। এবং গাড়ির চালক ও গাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। তদন্ত শুরু হয়েছে। গাড়ি থেকে ১৪৯০ বোতল কফ সিরাপ ধার হয়। ধৃতদের শুক্রবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। অপরাধ রুখতে পুলিশ প্রশাসন কড়া নজরদান রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct