আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্র আরো একটি বৃহৎ চীনা টেলিকম কোম্পানিকে নিষিদ্ধ করেছে। চায়না ইউনিকমের ওপর নিষেধাজ্ঞা আরোপের যুক্তি হিসাবে ‘জাতীয় নিরাপত্তা’ এবং ‘গুপ্তচরবৃত্তি’ নিয়ে উদ্বেগের যুক্তি দেওয়া হয়েছে। আমেরিকার কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন বলেছে, ইউনিকমের আমেরিকা অপারেশনসের কাজ বন্ধ করে দেয়ার ব্যাপারে কমিশন সদস্যদের সবাই একমত হয়েছেন। আগামী ৬০ দিনের মধ্যে এই কোম্পানিকে আমেরিকাতে কার্যক্রম বন্ধ করতে হবে। এর আগে অক্টোবরে যুক্তরাষ্ট্র আরো বড় একটি চীনা টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয়। এফসিসিন প্রধান জেসিকা রোজেনওয়ারসেল বলেন, ‘চীনা সরকারি এসব টেলিকম কোম্পানি যে আমাদের টেলিকম নেটওয়ার্কে সত্যিকারের হুমকি তৈরি করেছে তার বহু প্রমাণ পাওয়া গেছে, এবং এ নিয়ে উদ্বেগ বাড়ছে।’ চায়না ইউনিকমের পক্ষ থেকে বিবিসির কাছে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোম্পানির আমেরিকান ইউনিট সেদেশের সমস্ত আইন-কানুন মেনে টেলিকম সেবা দিয়ে যাচ্ছে, এবং গত ২০ বছর ধরে সেদেশে তারা তাদের ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য সহযোগী হিসাবে প্রমাণ করেছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct