সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: সম্প্রতি বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই বিজেপির কর্মীদের মধ্যে হতাশার ভাব শুরু হয়ে যায়।যার পরিপ্রেক্ষিতে রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা জুড়ে ও বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে যায়।বছর ঘুরতে না ঘুরতেই তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে যাওয়া নেতা কর্মী সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরাও প্রতিদিন প্রতিনিয়ত তৃনমূল কংগ্রেসে যোগদান অব্যাহত।জেলা স্তরের বেশ কিছু বিজেপি নেতারা তৃনমূল কংগ্রেসে চলে যাওয়ার ফলে বিজেপির ব্লক সহ বুথ স্তরের কর্মীরা আরো হতাশাগ্রস্ত হয়ে পড়ে।অনুরূপ ভাবে বুধবার প্রজাতন্ত্র দিবসের দিন বীরভূমের খয়রাসোল পঞ্চায়েত এলাকার ময়নাডাল গ্রাম থেকে ৩১২ জন বিজেপির ব্লক, অঞ্চল সহ বুথ স্তরের পদাধিকারী নেতা, কর্মী সমর্থককারীরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন জেলা,ব্লক ও অঞ্চল তৃনমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে।উল্লেখ্য বীরভূম জেলার বুকে একমাত্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়। কিন্তু সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্যান্য গ্রামের পাশাপাশি ময়নাডাল গ্রামের বিজেপি কর্মীরা ও বিধায়কের মোহ ত্যাগ করে বিজেপি পরিত্যাগ করেন। বিজেপি ছেড়ে আসা সুভাষ লোহার, উজ্জ্বল লোহার, শুকদেব গোস্বামী, বিশ্বনাথ কোনাই,সত্যেন মিত্র ঠাকুর রা বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃনমূল কংগ্রেসে যোগ দিলাম, ভূলবশত বিজেপিতে চলে গিয়েছিলাম, নিজেদের ভূল বুঝতে পেরে তৃনমূল কংগ্রেসের পতাকা তোলে যোগ দিলাম। এদিন উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা,খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, শিক্ষক নেতা উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী সেখ জয়নাল, কাঞ্চন দে,ব্লক মহিলা নেত্রী রুনু সিং, বর্ষীয়ান নেতা অনাদি মন্ডল প্রমুখ। বিশেষভাবে উল্লেখ্য খয়রাসোল অঞ্চল তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রদীপ মন্ডল,সভাপতি সপ্তম গোপ, সম্পাদক শ্যামল মিত্র ঠাকুর ও সহ সম্পাদক নির্মল মন্ডল দের যৌথ নেতৃত্বে এলাকার জনসংযোগ থেকে সংগঠনের শক্তি বৃদ্ধিতে ব্লক ও জেলা নেতৃত্ব খুশি এবং মুখ্যমন্ত্রীর জনমুখী কর্মসূচির আওতায় যদি কেউ সুযোগ না পেয়ে থাকে তাহলে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে পাইয়ে দেওয়াতে সহযোগিতা করতে হবে বলে বার্তা দেওয়া হয় তৃণমূল কর্মীদের প্রতি। যোগদান অনুষ্ঠান সম্পর্কে জেলা তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা বিস্তারিত বিবরণ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct