বাবলু প্রামাণিক,বারুইপুর,আপনজন: বৃহস্পতিবার বারুইপুর এর পদ্মপুকুরে জেলা সিপিএম এর দলীয় কার্যালয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেন জেলা সিপিএম এর সম্পাদক শমিক লাহিড়ী। ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। দুটি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কংগ্রেস এর সঙ্গে জোট রফা ফাঁকা রেখেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। জেলা সম্পাদক বলেন, কংগ্রেস এর সঙ্গে আলোচনা চলছে। বিজেপি ও তৃণমূল বিরোধী সবাইকেই আমরা নিয়ে পুরোভোট এ লড়বো। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ টি ওয়ার্ডে ১০ জন মহিলা, ৬ জন রেড ভলেন্টিয়ার কে প্রার্থী করা হয়েছে। ৬ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। অন্যদিকে মহেশতলা পুরসভার প্রার্থী তালিকায় ১০জন রেড ভলেন্টিয়ার, ৯ জন মহিলা প্রার্থী আনা হয়েছে। ১০টি ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি.সম্পাদক বলেন, নবীন প্রবীণ এর মিশ্রণ এ প্রার্থী তালিকা হয়েছে। বাকি পুরসভায় তাও হবে। সৎ, কর্মঠ, ক্ষমতার জন্য নয় মানুষের জন্য কাজ করতে পারবে এমন লোকদের প্রার্থী করা হয়েছে। জল নিকাশি সমস্যা, দুর্নীতি আমাদের প্রচারের ইস্যু এই দুটি পুরসভায়, যা আগামী ইস্তেহারে প্রকাশ করা হবে। সুজন বাবু বলেন, সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন হলে অনেক অঘটন ঘটবে। মানুষ নির্বিগ্নে ভোট দিক এটাই চাই.জানান আমাদের দাবি দাবা মেনে না নেওয়ায় আমরা এই আন্দোলনের পথে অগ্রসর হয়েছি পরবর্তীতে আরো বৃহৎ আন্দোলনে আমরা সামিল হবো। তবে সংশ্লিষ্ট সংস্থার জেনারেল ম্যানেজার প্রবীর চাঁদ জানান,এভাবে ডিভিসির বিরুদ্ধে কর্মচারীরা আন্দোলনে যেতে পারে না,তারা যেহেতু কন্ট্রাক্ট স্টাফ তাদের দাবীদাওয়া তারা কন্ট্রাক্টর এর সাথে আলোচনা করুন। এবার প্রশ্ন এটাই কবে অচলাবস্থা কাটে, আদেও কি কাটবে তাও প্রশ্ন চিহ্নের মুখে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct