নিজস্ব প্রতিবেদক,বারাসত,আপনজন: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে উত্তর ২৪ পরগনার বারাসাত কাজীপাড়া জগদিঘাটা স্কলার ইনস্টিটিউটের সামনে দিয়ে এক মিছিল বের হয়। এই মিছিলে পা মেলান বারাসাতের বিভিন্ন স্কুলের একাধিক শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবক, শিক্ষক শিক্ষাবিদ ও সিরাতের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে হাঁটেন। মিছিলটি শুরু হয় কাজিপাড়া জগদিঘাটা উপর দিয়ে পালপাকুড়িয়া হয়ে রামকৃষ্ণপুর ব্রেনওয়ার ইউনিভার্সিটির সামনে গিয়ে মিছিল শেষ হয়। ছাত্র-শিক্ষাবিদরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভে একটাই দাবি ওঠে যে অবিলম্বে স্কুল খুলতে হবে। শিক্ষার্থীরা স্কুলে যেতে চায়, স্কুলের সাথে সম্পর্ক করতে চায়, সশরীরে ক্লাস ও পরীক্ষা দিতে চায়, তারা বলে পড়াশোনার বিকল্প কিছু নেই। সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান বলেন যে, আমার মনেহয় যেখানে পানশালা খোলা, পাঠশালা কেন বন্ধ থাকবে? পাশাপাশি সিনেমা, বাজার ঘাট, পার্ক পিকনিক মদের দোকান সবকিছু চলছে বহাল তবিয়তে কিন্তু কেবলমাত্র স্কুল, কলেজ ইউনিভার্সিটি, প্রথমিক বিদ্যালয়, মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন স্কলার ইনস্টিটিউটের মাননীয় চেয়ারম্যান ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি, কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবী শেখ তৈয়েব, শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক আবু তালেব, শিক্ষক আশরাফুল ইসলাম, সিরাতের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, হাফেজ সাজ্জাদ আলি, সেখ আফ্রিদি, আমির আলি, শিক্ষাবিদ ইলিয়াস গাজি, মাসুম বিল্লাহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct