আপনজন ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠিক কাজকর্মে যাতে কোনও ফাঁকফোকর না তাকে তার জন্য সংগঠনের লাগাম নিজের হাতেই তুলে নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠকে মমতা ঠারেঠোরে বুঝিয়ে দেন দলীয় শৃঙ্খলাই আগে। তাই প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অপরূপা পোদ্দারের মন্তব্যের চরম সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। যাকে ফোনে পাওয়া যায় না তার সাংবাদিকদের সামনে দলেরই সাংসদ সম্পর্কে মন্তব্যকে ভালভাবে নেননি মমতা। তাই তাকে এ ব্যাপারে সাবধান করে দেন। এতে এক ঢিলে দুই পাখি মারা হল। দলের অন্য সাংসদদেরও বুঝিয়ে দেওয়া হল, যা কিছু বক্তব্য দলের মধ্যেই করতে হবে, বাইরে নয়। এদিন কালীঘাটের বৈঠকে সশরীরে মমতার সঙ্গে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। বাকিরা ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেন। ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তাতে সাংষদদের বলে দিলেন, যা কিছু বক্তব্য তা বলতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপদাই তাকে সরাসরি সেসব কথা জানাবেন। আবার বিধায়কদের কোনও বক্তব্য থাকলে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বা রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে জানানো যাবে। পুরভোট নিয়েও আলোচনার প্রয়োজন হলে তাদেরকে বলা যাবে।
সরকারি কাজে নানা ব্যস্ততা তাকে তাই এভাবে দলের সাংসদ, বিধায়কদের বক্ত্য যাতে দলের মধ্যেই আলোচনা করে মেটানো যায় সেদিকেই নজর দেন মমতা। দলে কোনও ধরনের যেন মতপার্থক্য বড় আকার না নেয় তার জন্য সিজেই দলের লাগাম হাতে নেওয়ার কথা বলেন। তাই সাংসদ, বিধায়ক বা জেলার নেতারা যাতে তাদের মনের কথা বলতে বলতে পারেন তার জন্য বন্দোবস্ত করে দেন মমতা। সেই সঙ্গে জানিয়ে দেন, ‘অভিযোগ শুনতে সাংগঠনিক নির্বাচনের পরে একটা দল করে দেব। আমি চাই পার্টি অফিস থেকেই পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়। রুটিন, ডিউটি চার্ট করে পার্টি চলবে, যেমন করে আগে চালাতাম।’ তবে, এদিন মমতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে দলে যে বিতর্ক সৃষ্টি হয়ে ছে তার জন্য কল্যাণকে কিছু বলেননি। এ নিয়ে কল্যাণের সঙ্গে আগেই তৃণমূল সুপ্রিমোর কথা হয়ে গেছে বলে সূত্রের খবর। আর সেজন্য কেউ যাতে আলটপকা মন্তব্য না করেন তার জন্য সতর্কবার্তা দেন।ফলে অভিষেক ও মমতার ক্ষমতাকে কেন্দ্র করে দুটি মেরু সৃষ্টির চেষ্টার যবনিকা ঘটল বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও অভিষেক তার গোয়া সফর শেষে কলকাতায় পৌঁছে একেবারে শেষ লগ্নে যোগ দেন বৈঠকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct