আপনজন ডেস্ক: বাংলাদেশে অসংক্রামক রোগের কারণে অপরিণত মৃত্যু বাড়ছে। যত মৃত্যু হয়, এর ১০ জনের মধ্যে সাতজনই অসংক্রামক ব্যাধিতে মারা যাচ্ছেন। অর্থাৎ উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ক্যানসারসহ আরও কয়েকটি রোগে ৭০ শতাংশের বেশি মানুষ মারা যান। এসব রোগে ৩০ থেকে ৭০ বছরের মধ্যে বেশি মৃত্যু হয়। এ মৃত্যু এসডিজি বাস্তবায়নে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ঢাকার একটি হোটেলে বুধবার ‘প্রথম ইন্টারন্যাশনাল এনসিডিস কনফারেন্স-২০২২ বাংলাদেশ’ এর প্রথম দিনের সম্মেলন শেষে সাংবাদিকদের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব বলেন।
তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে-এমন তিনজনের একজন কিডনি রোগে ভুগছেন। তা তারা জানে না। দেশে ১০০ জনের মধ্যে ৫০ জনই জানে না তাদের উচ্চরক্তচাপ আছে। যাদের উচ্চরক্তচাপ আছে, তাদের অর্ধেকের বেশি জানেন না উচ্চরক্তচাপ তাদের নিয়ন্ত্রণের বাইরে। ১০০ জনের মধ্যে ৭৭ জন ওষুধ খাচ্ছেন; কিন্তু তাদের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে নেই। একই অবস্থা ডায়াবেটিসের ক্ষেত্রেও। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অসংক্রামক রোগই বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ। ৬৭ শতাংশ মৃত্যুর জন্য এটি দায়ী। দেশের ২০ শতাংশ মানুষ উচ্চরক্তচাপ, ১০ শতাংশ ডায়াবেটিস ও ২০ লাখ মানুষ ক্যানসারে ভুগছে। প্রতিবছর ৫০ হাজার যোগ হয়। জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, স্থূলতা, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের কারণে অসংক্রামক রোগ বাড়ছে। দেশের আট বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদ্রোগের হাসপাতাল স্থাপন করা হচ্ছে। সব জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ও আইসিইড শয্যা স্থাপন করা হচ্ছে। উপজেলা হাসপাতালসহ দেশের সব হাসপাতালে অসংক্রমাক রোগ কর্নার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct