সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: ভাঙড়ের মতো ৩ থেকে ৫ ফসলি কৃষি জমি দখল করে এবং ১৫ থেকে ২০ টি সংখ্যালঘু গ্রাম উৎখাত করে বিমান বন্দর নয় এই আওয়াজ তুলে এবার সোচ্চার হল সংখ্যালঘু যুব ফেডারেশন। মঙ্গলবার ভাঙড় ২ ব্লক সংখ্যালঘু যুব ফেডারেশনের অফিসে থেকে বিমান বন্দর বিরোধী আওয়াজ ওঠে। এদিন ব্লক নেতৃত্ব জরুরি ভিত্তিতে বৈঠক বসে। বৈঠক শেষে প্লাকার্ড হাতে তাঁরা বিমান বন্দর বিরোধী শ্লোগান তোলেন। এদিন সংখ্যালঘু যুব ফেডারেশন নেতৃত্ব জানান তাঁরা বিমান বন্দর তৈরির বিরুদ্ধে নয়, কিন্তু গ্রাম উচ্ছেদ করে ও বহু ফসলি জমি দখল করার বিরুদ্ধে। আমরা চাই অন্যত্র কোথাও অনাবাদি জমিতে বিমান বন্দর গড়ে উঠুক। সংখ্যালঘু যুব ফেডারেশন নেতৃত্ব দাবি করেন বিমান বন্দরের বদলে ভাঙড়ে রেল লাইন দেওয়া হোক। গড়ে তোলা হোক হিমঘর। নির্মাণ করা হোক হাসপাতাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct