আপনজন ডেস্ক: তীব্র ও ভারী তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ততম তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ট্ইুটারে প্রকাশিত ইস্তানবুল বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকুল পরিস্থিতির কারণে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ রাখার সময়সীমা দুদফা বাড়িয়ে সোমবার (২৪ জানুয়ারি) জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার আগে ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হবে না। এদিকে, ভারী তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এছাড়া, ইস্তানবুলে ভারী তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। পিচ্ছিল রাস্তায় গাড়িগুলো একটির সঙ্গে অন্যটি ধাক্কা লাগছে। হাইওয়েগুলো পার্কিংলটে পরিণত হয়েছে। গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এথেন্সের রাজধানীর আশেপাশে শতশত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct