মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদিয়ার শান্তিপুরে ভাগীরথী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে ভোট আছে ভোট যায় প্রতিশ্রুতি ভরে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে গঙ্গা ভাঙ্গন রোধ করা যায় না। আবরো ভাগীরথীতে নতুন করে ফাটল আতঙ্কে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। শান্তিপুর১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাগীরথী তীরবর্তী নদীর পাড় গুলিতে আবারো ফাটল দেখা দেয়। ওই এলাকার মানুষের দাবি সকালে ঘুম থেকে উঠে ভাগিরথী নদীর পাড়ে গিয়ে দেখেন নতুন করে আবারো ফাটল দেখা দিয়েছে। এরপর এই আতঙ্ক সৃষ্টি হয় নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষের মধ্যে।যদিও এর আগেও ভাগীরথীর পার গুলিতে ভয়াবহ ফাটল দেখা গিয়েছিল পরিদর্শনে গিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ব্রজকিশোর গোস্বামীর কাছে এলাকার মানুষ দাবি করেছিলেন এভাবে যদি ফাটল বাড়তে থাকে তাহলে বিঘা বিঘা চাষের জমি থেকে শুরু করে বসতবাড়ি জলে তোলিয়ে যাবে। স্থানীয় মানুষের দাবী অনুযায়ী বিধায়ক আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধান করবেন এছাড়াও ফাটল নিয়ে সের্চ দপ্তরের সাথে আলোচনা করবেন। গত এক মাস আগে নদিয়ার কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন, সেখানেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরের গঙ্গা ভাঙ্গনের সমস্যা নিয়ে তুলে ধরেন,যদিও বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ আবার নতুন করে ভাগীরথীর পাড় গুলিতে ফাটল দেখা দেওয়ায় খুবই আতঙ্কের সাথে দিন কাটাচ্ছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি এবার পাকাপোক্ত কাজ হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct