আপনজন ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ছাত্র জীবন ছন্দে ফেরার মুহূর্তেই আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা করে রাজ্য সরকার। কোভিড বিধি মেনে রেস্তোরাঁ এবং বাজার-হাট চালু থাকলেও শিক্ষাঙ্গন খোলার অনুমতি দেয়নি সরকার। অন্যান্য বেশ কিছু রাজ্যে শিক্ষাঙ্গনে পুনরায় পড়াশোনা শুরু হয়েছে। তাই রাজ্যের শিক্ষাঙ্গনগুলোতে পঠনপাঠন শুরু করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করে এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মন্ডলীর দুই সদস্য সেখ ইমরান হোসেন ও ওয়াজুদ্দিন আহমেদ। শিক্ষাঙ্গন খোলার পাশাপাশি লকডাউনের ফলে স্কুলছুট হওয়া পড়ুয়াদের পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছে এই মামলায়। মামলাকারী ওয়াজুদ্দিন আহমেদ বলেন, “শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। শিক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাই আমরা পড়ুয়াদের পক্ষে জনস্বার্থ মামলা দায়ের করেছি।” পাড়ায় শিক্ষালয় প্রসঙ্গে অন্য মামলাকারী ইমরান হোসেন বলেন, “পাড়ায় শিক্ষালয় সমাধান নয়। অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।” তিনি আরও বলেন, “স্কুলছুটদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে সরকার উদাসীন। তাই আমরা সরকারের কাছে মোট স্কুলছুটের পরিসংখ্যান এবং তাদের ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা প্রকাশ করার দাবি জানিয়েছি।” উল্লেখ্য, শিক্ষাঙ্গন খোলার দাবি নিয়ে ছাত্র সংগঠন এসআইও শুরু থেকেই আন্দোলন করে আসছে। এখন জনস্বার্থ মামলা দায়ের করে সরাসরি বিচার ব্যবস্থার দ্বারস্থ সংগঠনের দুই সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct