আপনজন ডেস্ক: কেনিয়ায় পবিত্র কুরআনের ৩২ হাজার সাত শত কপি উপহার পাঠানো শুরু করেছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন আকারের কুরআনের কপিগুলোর পাঠানো উদ্যোগ নেওয়া হয়। সৌদি বার্তা সংস্থা এএসপি সূত্রে জানা যায়, রাজধানী নাইরোবিতে অবস্থিত সৌদি দূতাবাসের সহায়তায় তা বিতরণ করা হবে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব ব্যবস্থা পালন করেই পবিত্র কুরআন সরবরাহে কাজ চলবে বলে জানা যায়।
মন্ত্রণালয়ের মক্কা শাখা প্রধান ড. সালেম বিন হজ আল খামরি বলেন, সারাবিশ্বের মুসলিমদের মধ্যে পবিত্র কুরআন বিনামূল্যে বিতরণে সৌদি বাদশাহ রাজকীয় আদেশ দেন। এর অংশ হিসেবে এ বছর এখন পর্যন্ত ৫৯ হাজার ৪৫০ কপি কুরআন বিতরণ করা হয়। তিনি আরো জানান, আগে কিং ফাহাদ কুরআন কমপ্লেক্সে প্রতি বছর ৯ মিলিয়ন কুরআনের কপি ছাপা হত। এরপর ১৪৩৮ হিজরিতে সৌদি বাদশাহর নির্দেশে এ সংখ্যা বাড়িয়ে ১৮ মিলিয়ন করা হয়। ২০২১ সালে সর্বমোট ৩৪৫ মিলিয়ন কুরআনের কপি ছাপা হয়। এর মধ্যে ৩২০ মিলিয়ন কপি সারাবিশ্বের মুসলিমদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct