আপনজন ডেস্ক: এক শ্রেণির টেলিভিশন চ্যানেল ও মূল ধারার সংবাদপত্র সহ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের ঘৃণার লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানি। মাওলানা আরশাদ মাদানি পিটিশনে অভিযোগ করেন, মিথ্যা তথ্যের মাধ্যমে মিডিয়া ইউনিটগুলি ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে ঘৃণার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে তাদেরকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। মাওলানা আরশাদ মাদানির হয়ে আইনজীবী আজাজ মকবুল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রাবণকে এই মামলার দ্রুত শুনানির জন্য অনুরোধ করা করেন। ২০২০ সালের ১৩ এপ্রিল এ নিয়ে আবেদন দাখিলের পর থেকে এ পর্যন্ত ১১টি শুনানি হয়েছে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে, কেন্দ্রীয় সরকার, টিভি চ্যানেল ও সংবাদমাধ্যমগুলিও জবাব জমা করে। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন আবেদনগুলিও একই জায়গায় নিয়ে আসা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct