আপনজন ডেস্ক: মহামারি করোনার মধ্যে সর্বত্রে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ কোনোভাবেই নিয়ম-নীতি মানছেন না। এতে ভোগান্তিতে পড়তে হয় অন্যদের। এমনই একটি ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। মায়ামি থেকে লন্ডন যাচ্ছিল একটি বিমান। সেই বিমানের এক মহিলা যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হননি। সে জন্য মাঝ আকাশ থেকে আবার মায়ামিতে ফিরে এসেছে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই বিমানের বাকি যাত্রীরা।বার বার বলা সত্ত্বেও মধ্য চল্লিশোর্ধ ওই মহিলা মাস্ক পরতে চাইছিলেন না। তখনই বিমানের কর্মীরা লন্ডনগামী বিমান মায়ামিতে ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রায় দেড় ঘণ্টায় উড়ে যাওয়ার পর বিমানটি ফিরিয়ে আনা হয়েছে। মায়ামিতে নামতেই খবর দেওয়া হয় মায়ামি পুলিশকে। তারা এসে ধরে করে নিয়ে যায় মাস্ক পরতে না চাওয়া ওই মহিলাকে। ওই মহিলা আমেরিকান না ব্রিটিশ এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে তাকে গ্রেপ্তারও করা হয়নি। কিন্তু মায়ামি ফিরে আসায় সমস্যায় পড়েন বিমানের বাকি যাত্রীরা। পরে ১২৭ জন যাত্রীকে লন্ডনে পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct