রাকিবুল ইসলাম,বহরমপুর,আপনজন: রবিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলল স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা। রক্ত বিক্রির অভিযোগে মেডিক্যালে কলেজের ভেতরেই ওই ব্যাক্তিকে বেধরক মারধর করা হয়। অভিযুক্তের নাম সরোজ দাস। বহরমপুর রাধারঘাট একলাকার বাসিন্দা বলে জানা যায়। অভিযোগ, ৪০০০ হাজার টাকার বিনিমোয়ে এক রোগীর আত্মীয়কে রক্ত বিক্রি করছিল ওই ব্যাক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। আওলাদ সেখ, নামে বৃদ্ধা জানান, আমার স্ত্রী অসুস্থতার কারনে হাসাপাতলে ভর্তি রয়েছে। ইমারজেন্সি রক্তের প্রয়োজন হলে, মেডিকেল কলেজেরে ব্লাড ব্যাঙ্কে আসি। রক্ত বিক্রির দালাল এসে আমার কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে চাই। তখনি হাতাপাতালের কয়েকজন যুবকের সন্দেহ হলে হাতেনাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে। দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজে দালাল চক্রে রক্ত বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠে। তবে মেডিকেল কলেজ চত্বরে কড়া নজরদারি চালানো হলে এই দালাল চক্রের উৎপাত কমবে বলেই জানান এক ব্যক্তি। এই ধরনের অবৈধ কাজ আটকাতে আমরাও সতর্ক হয়েছি বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct