সম্প্রীতি মোল্লা,ভাতার,আপনজন: খাস জমিতে পাট্টা বিষয়ক পুরাতন বিবাদে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকা।বিগত বাম জমানায় পাট্টা প্রাপকদের সাথে গন্ডগোলের সুত্রপাত বলে জানা গেছে। অতীতে সিপিএম আমলে ভাতার এলাকার কিছু চাষীদের কে খাস জমিতে পাট্টা দেওয়া হয়েছিল । তবে গত বছর খানক সেই জমিতে চাষ করতে গিয়ে চাষীদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ । পাট্টা পাওয়া জমির জবর দখলের চেষ্টা করা হচ্ছে বলে বিবাদ চরমে ।সোমবার সকালে সিপিএম সমর্থক কিছু চাষী পাট্টা পাওয়া জমিতে দলীয় পতাকা পুঁততে গেলে সিপিএম ও তৃণমূলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সুত্রে প্রকাশ । যদিও আগে থেকে ওই এলাকায় ভাতার থানার পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল ।পাট্টা পাওয়া জমিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা কমাতে পাট্টা প্রাপক চাষী ও উভয় দলের নেতাদের নিয়ে পুলিশ প্রশাসন শান্তি বৈঠক চালাচ্ছে।উল্লেখ্য , গত বামফ্রন্ট সরকারের আমলে ১৯৯৬ সালে ভাতারে কাশীপুর মৌজার অন্তর্গত ৪০ একরের বেশি কৃষিজমির পাট্টা দেওয়া হয় এলাকার ৪০ জন মত চাষিদেরকে । ওই জমির একদা মালিক ছিলেন কামারপাড়ার বাসিন্দা অঘর রায় নামেস্থানীয় এক চাষী । অভিযোগ, ২০২০ সাল থেকে ওই সমস্ত জমিতে চাষ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পাট্টা প্রাপকদের । কারন জমিগুলির বর্তমান বাজার মূল্য বিঘা পিছু ৫ লক্ষ টাকা মতন । সেই কারনে এলাকার জমি মাফিয়াদের কুনজরে রয়েছে এইসব পাট্টা জমি । চাষীরা চাষ করতে গেলে গন্ডগোল চলছে । জবর দখলের উদ্দেশ্য অকারন অশান্তি পাকাচ্ছিল জমি মাফিয়ারা বলে অভিযোগ । ঠিক এইরকম পরিস্থিতিতে চাষীদের স্বার্থ রক্ষায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে সারা ভারত কৃষক সভা। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে জমিতে দলীয় পতাকা পোতার পাশাপাশি চাষীদের নিয়ে মিছিল করার পরিকল্পনা ছিল সিপিএমের। সিপিএম সমর্থক পাট্টা প্রাপক চাষীরা জমিতে দলীয় পতাকা পুঁততে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও আগে থেকেই পুলিশ বাহিনী মোতায়েন থাকায় নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। পরে সিপিএমের পক্ষ থেকে ভাতারের কাশীপুরে বাসস্ট্যান্ড এলাকায় চাষীদের নিয়ে একটি সভা হয় । সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কৃষক নেতা বামাচরন বন্দ্যোপাধ্যায়, কৃষক সভার ভাতার ব্লক নেতা তারাপদ ঘোষ,কৃষক সভার ভাতার ব্লকের সহ সম্পাদক সীতাংশু ভট্টাচার্য ছাড়াও সিদ্ধার্থ রায়, মানব সাহা ও সুধাময় মালিক প্রমুখ। অভিযুক্ত জমি মাফিয়াদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct