সদ্য শেষ হয়ে যাওয়া আইসিসির মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর থেকেই নানান বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। কোচ রমেশ পাওয়ার দলের তারকা ক্রিকেটার মিতালি রাজকে বসিয়ে টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধও তৈরি হয় ক্রিকেটারদের মধ্যে। এরই মধ্যে তাঁর চুক্তিও শেষ হয়ে যায়। তাঁর সঙ্গে আর নতুন চুক্তিতে রাজি ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন কোচ নিয়োগের জন্য এরইমধ্যে বিজ্ঞাপন দেয় বোর্ড। ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন কোচ হওয়ার লড়াইয়ে প্রচুর মনোনয়ন জমা পড়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। বাকিদের থেকে গিবসের মনোনয়ন জমা দেওয়া অনেকটাই অপ্রত্যাশিত। কুয়েতের হয়ে কোচিং শুরু করেন গিবস এবং সদ্য আফগানিস্তান প্রিমিয়র লিগে বালখ লেজেন্ডসদের হয়েও কোচিং করিয়েছেন তিনি। গিবসের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। খুব শীঘ্রই তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct