আপনজন ডেস্ক: দেশের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ধর্মেন্দ্র প্রতাপ সিং। উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি বা ২.৪ মিটার। বিশ্ব রেকর্ডে সর্বোচ্চ উচ্চতার চেয়ে তিনি মাত্র ১১ সেন্টিমিটার কম উঁচু। বিদানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের স্রোতে এবার তিনিও চলে এলেন। শনিবার ধর্মেন্দ্র যোগ দিয়েছেন সমাজবাদী দলে। সমাজবাদ পার্টির প্রেসিডেন্ট নরেশ উত্তম প্যাটেল একথা জানিয়েছেন।
তিনি বলেন, ধর্মেন্দ্রর যোগদানে আসন্ন বিধানসভা নির্বাচনে দল আরও শক্তিশালী হবে।
সমাজবাদী দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, সমাজবাদী দলের নীতির প্রতি এবং অখিলেশ যাদবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে প্রতাপগড়ের ধর্মেন্দ্র প্রতাপ সিং যোগ দিয়েছেন এই দলে। রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল তাকে দলের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, তিনি যোগ দেওয়ার মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।
ধর্মেন্দ্র প্রতাপ সিং বলেন, আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। এটা হল আমার উচ্চতার কারণে। কেউ যখন আমার সঙ্গে ছবি তুলতে চান, তখন নিজেকে মনে হয় একজন সেলিব্রেটি।
প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাত দফায় হবে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct