আব্দুস সামাদ মন্ডল,ফুরফুরা,আপনজন: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদার সাথে দেশপ্রেম দিবস উদযাপিত হচ্ছে। দলের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে দেশপ্রেম দিবস উদযাপন হয় ফুরফুরার কেন্দ্রীয় অফিসে। উপস্থিত ছিলেন লক্ষীকান্ত হাঁসদা, নাসিরুদ্দিন মীর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কোভিড বিধি মেনে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকী নেতাজির জীবনের নানানদিকের তাৎপর্য তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে নেতাজির নীতি-আদর্শগুলি আরো প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন, এই প্রসঙ্গে নেতাজির অসাম্প্রদায়িক চেতনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি ট্যাবলো নিয়ে সংকীর্ণ রাজনীতির প্রতিবাদ করে বলেন নেতাজি কেন্দ্র সরকারের নয় বা রাজ্য সরকারের নয় নেতাজির সমস্ত ভারতবাসীর। নেতাজীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সরকার নেতাজির সাম্য মৈত্রী ভাতৃত্ব আর মানুষকে স্বাধীনভাবে নাগরিক অধিকার দেওয়ার আদর্শকে বাস্তবায়ন করুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct