আপনজন ডেস্ক: ঘরে-বাইরে আধুনিক কর্মব্যাস্ততায় আমাদের জীবনের প্রতি দিনের সঙ্গী। এ সবের মাঝে আলাদা করে নিজে দিকে খেয়াল রাখছেন কি? নাকি সেটুকু পাচ্ছেন না? সারা দিন পরিশ্রমের পর ত্বক পরিচর্যার পথে ইচ্ছাটাই বাধা হয়ে দাঁড়ায়।
সারা দিনের ধুলোবালি, দূষণ ইত্যাদি থেকে ত্বককে রক্ষা করতে কেবল ‘শখের’ পরিচর্যা হিসাবে ধরলে ভুল হবে। শারীরিক ভাবে সুস্থ থাকতে গেলে, ত্বকের নানা সমস্যা ঠেকাতেও এর প্রয়োজন আছে। তবে বাজারের দামী দামী সব বিউটি প্রোডাক্টের চেয়ে প্রাকৃতিক উপাদানগুলোই ত্বকের জন্য বেশি ভালো। কেমিক্যাল না থাকায় এরা ত্বকের কোনো অপকার করে না কখনোই। ফলের ফেসপ্যাক, যা আপনার ত্বক পরিচর্যার ক্ষেত্রে বিশেষ কার্যকর হবে। এই ফেস প্যাকগুলো মুখের খসখসে ভাব আর চামড়া ওঠা দূর তো করেই, সেই সঙ্গে মেকআপটাও ত্বকে খুব সুন্দরভাবে সেট হবে।
ফেসপ্যাক তৈরি করতে যা যা লাগবে: একটি পাকা কলা, একটি পাকা পেঁপে, কমলা লেবুর খোসা, মধু, টক দই, লেবুর রস ও গ্লিসারিন।
ফেসপ্যাক তৈরির পদ্ধতি: প্রথমে কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবারে কলা আর পেঁপে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো, কয়েক ফোঁটা গ্লিসারিন, সামান্য মধু, টক দই ও অর্ধেকটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি গলা ও মুখে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে। আধ ঘন্টা অপেক্ষা করে সামান্য উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct