নিজেস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: করোনা কালে হাওড়ায় ইন্দিরা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন প্রায় শ’খানেক মানুষের জন্য বিনামূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করেছেন কংগ্রেস সেবাদলের কর্মীরা। প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পরে সকলের সহযোগিতা পেলে এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কর্মসূচির অন্যতম উদ্যোক্তা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকা দীপশিখা ভৌমিক। রবিবার ২৩ জানুয়ারি এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ করে যারা এই সময়ে কর্মহীন অবস্থায় রয়েছেন, যাদের আর্থিক স্বচ্ছলতা নেই এরকম মানুষের পাশে দাঁড়াতে ইন্দিরা ক্যান্টিন শুরু হয়েছে হাওড়ায় কংগ্রেস সেবাদলের তরফ থেকে। আমরা এই ক্যান্টিনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রাথমিকভাবে ১৫ দিনের জন্যই কর্মসূচি নেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা এই ইন্দিরা ক্যান্টিন আরও বেশি দিন পর্যন্ত চালাতে পারব। এই করোনা অতিমারীর সময়ে কংগ্রেস সেবাদলের সহযোগিতায় হাওড়া পুরসভা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ড সহ এবং বিভিন্ন ওয়ার্ডে ইন্দিরা ক্যান্টিন নামের বিনামূল্যে খাদ্য পরিষেবার কাজ শুরু করা হয়েছে। এতে মানুষেরও আশীর্বাদ পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct