আপনজন ডেস্ক: নবনির্বাচিত প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রোর দলের সদস্যদের মধ্যে বিরোধ সহিংস রূপ ধারণ করায় শুক্রবার হন্ডুরাসের কংগ্রেসে সংসদ সদস্যরা হাতাহাতি শুরু করেন। ২০ জন বিদ্রোহী সদস্য তাদের সহযোগীদের মধ্যে একজন হোর্হে ক্যালিক্সকে অস্থায়ী কংগ্রেস সভাপতি হিসেবে প্রস্তাব করার পর তার বামপন্থী লিবার পার্টির বিধায়করা প্রতিবাদে শুরু করেন। ক্যাস্ট্রোর অনুগতরা দাবি করেছেন, এটি লিবার জোটের অংশীদারের সঙ্গে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ক্যালিক্সের শপথ নেওয়ার সময় ক্ষুব্ধ লিবার বিধায়করা ‘বিশ্বাসঘাতক!’ এবং ‘জিওমারা!’ স্লোগান দিতে দিতে জোর করে পোডিয়ামের দিকে অগ্রসর হন, এরপর কিল ঘুষি এবং ধাক্কাধাক্কি শুরু হলে তিনি পালিয়ে যান। গত নভেম্বরে নির্বাচিত হওয়ার পর এটি ছিল ১২৮ সদস্যের কংগ্রেসের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার দিন শেষে সংকট শুরু হয়, যখন ক্যাস্ট্রো তার দলের ৫০ জন বিধায়ককে একটি বৈঠকে ডেকে নেন, এবং তাদের হন্ডুরাসের সালভাদর পার্টির (পিএসএইচ) লুইস রেডন্ডোকে কংগ্রেসের সভাপতি হিসেবে সমর্থন করতে বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct