আপনজন ডেস্ক: সৌদি আরবে প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে। সেখানে কোনও কোনও স্থানে মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সৌদির ৩০ বছরের ইতিহাসে এটা সর্বনিম্ন তাপমাত্রা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, তীব্র শীতের কারণে জমে যাচ্ছে মরুর উটের চোখের জলও। গত কয়েকদিনে সৌদি আরবের কয়েকটি শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ছয়টি শহর তুষারে ঢেকে গেছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তায়েফে বুধবার সর্বনিম্ন মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct