প্রযুক্তি ! বিশ্বব্যাপী মানুষ যেন প্রযুক্তির কাছে আসতে আসতে দাসত্ব গ্রহণ করছে। এই প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল যে এর সাহায্য ছাড়া আমরা এক পাও চলতে পারিনা।
এতদিন প্রযুক্তিকে আমরা বিভিন্ন ধরণের হার্ডওয়্যারের সমন্বয়ে ব্যবহার করে এসেছি। কিন্তু সেটাও এখন অচলে পরিণীত হতে চলেছে। কারণ প্রযুক্তিকে আক্ষরিক অর্থেই নিজের শরীরের সঙ্গে আত্মস্থ করে নিচ্ছে একদল মানুষ। যাদের বলা হচ্ছে ‘সাইবর্গ বা বায়োহ্যাকার্স’।
এমন নামকরণের কারণ হল, তারা নিজেদের শরীরের ‘বায়োলজি’ বা জীববিদ্যাকে ‘হ্যাক’ করে নিজেদের শরীর বা মস্তিষ্ক যাতে আরও ভালভাবে কাজ করতে পারে, সেই চেষ্টাই চালাচ্ছেন।
ব্রিটিশ তরুণী ভেন ব্রুকার্স নিজের হাতে চামড়ার নিচে একটি বিশেষ চিপ বসিয়ে নিচ্ছেন, যাতে শুধু হাত দিয়েই তিনি স্বয়ংক্রিয়ভাবে নিজের গাড়ির লক খুলতে পারবেন। তিনি প্রথমবারের মতো একজন বায়োহ্যাকার হতে চলেছেন।
এই ধরনের অস্ত্রোপচারে ঝুঁকি থাকা সত্ত্বেও বায়োহ্যাকিং কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভেনের শরীরে যে চিপটা ঢোকানো হয়েছে সেটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে যে কোনও ওয়েবসাইটের সঙ্গেই সেটাকে লিঙ্ক করা সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct