সাদ্দাম হোসেন মিদ্দে,নিউটাউন,আপনজন: রাজ্যে স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত পৌরসভা গড়ার ডাক দিয়েছে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া। শনিবার দুপুরে নিউটাউন যাত্রাগাছির রাজ্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে এই ডাক দিয়েছেন ওয়েলফেয়ার নেতৃত্ব। পাশাপাশি করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করা হয় এদিন।
এদিন রাজ্য সভাপতি মনসা সেন বলেন, পৌরসভাগুলির মেয়াদ উত্তীর্ণ হলেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতেই অনেক বিলম্বে নির্বাচন করানো হচ্ছে। এতদিন ধরে অবৈধভাবে পূর্বতন বোর্ডের মাধ্যমে পৌরসভাগুলি পরিচালিত হয়ে আসছে। মানুষ প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশাবাদী নিরপেক্ষতার সাথে পৌরসভাগুলিতে নির্বাচন সংগঠিত হলে ক্ষমতার মসনদে টিকে থাকার শাসক দলের এই অভিসন্ধির বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দেবে। রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বলেন, “ সদ্য সমাপ্ত কোলকাতা পৌর নিগম নির্বাচনে কমিশন যে পক্ষপাতিত্ব মূলক আচরণ করেছে এবং যেভাবে শাসক দল দ্বারা ভোট লুঠ হয়েছে তা মানুষ প্রত্যক্ষ করেছে। আসন্ন জেলাভিত্তিক পৌরসভা গুলির নির্বাচনে এর পুনরাবৃত্তি চায়না ওয়েলফেয়ার পার্টি। শাসক দলের ভোট লুঠ ও সন্ত্রাস মোকাবিলা করে জনগণকে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রশাসক উপহার দিতে প্রয়োজনে আমরা স্থানীয় সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির সাথে জোট বেঁধে লড়াই করব।”
পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হন ওয়েলফেয়ার নেতৃত্ব। তাঁরা বলেন বাংলায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে জেনেও সরকার ক্রিসমাস উৎযাপন, খেলা, মেলা, জনসমাবেশের উপর রাস টানতে আগ্রহ দেখায়নি। অথচ হঠাৎ করে নতুন বছরের শুরুতেই লকডাউনের বিধি নিষেধ চালু করে সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন দুর্বীষহ করে তুলেছে। এছাড়াও এদিন ভাঙড়ের মতো বহু ফসলি কৃষি প্রধান এলাকায় বিমান বন্দর তৈরির বিরোধীতা করা হয়। এদিন উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক জালাল উদ্দিন আহমেদ ও মিডিয়া কোঅর্ডিনেটর আবু তাহের আনসারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct