সাদ্দাম হোসেন মিদ্দে,কলকাতা,আপনজন: কলকাতার উপকন্ঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গড়ে উঠতে চলেছে রাজ্যর দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর। সেক্ষেত্রে নিকটবর্তী এলাকা ভাঙড়ই রাজ্য সরকারের প্রথম পছন্দ। সূত্র মারফৎ এমনই খবর।
উল্লেখ্য রাজ্যের সর্ব বৃহৎ বিমান বন্দর রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম এলাকায়। যার নাম কোলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমান বন্দরের চাপ কমাতে কোলকাতার উপকন্ঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিমান বন্দর গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনকে ইতিমধ্যে এই মর্মে নির্দেশনা দিয়েছে রাজ্য সচিবালয়। সূত্র মারফৎ খবর নবান্নের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ভাঙড়। ভাঙড়ের কোথাও জমি চিহ্নিত করণের জন্য বলা হয়েছে। উল্লেখ্য ভাঙড় কোলকাতা থেকে খুব কাছে। কোলকাতার সায়েন্সসিটি- চৌবাগা শেষ হলেই শুরু হয় ভাঙড় সীমান্ত এলাকা। এমনকি ভাঙড় বিধানসভা এলাকার কিছুটা অংশ কোলকাতা পুলিশের অন্তর্গত। ভাঙড় ২ নম্বর ব্লকের ব্যাঁওতা ১ এবং ২, ও বামনঘাটা এবং ভাঙড় ১ নম্বর ব্লকের তাড়দহ গ্রাম পঞ্চায়েত নিয়ে গড়ে উঠেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা। কলকাতার সায়েন্সসিটি থেকে বাসন্তী হাইওয়ে বিস্তৃত গোসাবা প্রর্যন্ত। গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কটি ভাঙড়কেও সংযুক্ত করেছে। ভাঙড়েই গড়ে উঠেছে কলকাতা লেদার কমপ্লেক্স এবং পাওয়ার গ্রিড। এবারে গড়ে উঠতে চলেছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর।
বিমান বন্দর গড়ে ওঠার খবরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভাঙড়ে। সোস্যাল নেটওয়ার্কিং সাইটে কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে মতামত রেখেছেন। শাসক দল মনোভাবাপন্ন নেটিজেনরা বিমান বন্দর তৈরির খবরে উচ্ছ্বসিত। তবে বিরোধীদলীয় মনোভাবাপন্ন নেটিজেনরা বিমান বন্দর গড়ে উঠলে তার ক্ষতিকারক দিক বিবেচনা করে এর বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct