আপনজন ডেস্ক: গ্রীস্মকালে স্বাস্থ্যের জন্যে সানস্ক্রিন যতটা দরকার ঠিক ততটাই দরকার শীতকালেও। অনেকেরই ধারণা, শীতকালে তো সূর্যের তাপ কম থাকে তাই এই সময়ে সানস্ক্রিন ক্রিম বা লোশন লাগানোর দরকার নেই। তবে ত্বক বিশেষজ্ঞদের মোতে ত্বক সুস্থ, সজীব রাখতে ও স্কিন ক্যানসারের ঝুঁকি এড়াতে গ্রীষ্মের মতো শীতেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কেন শীতেও সানস্ক্রিন ব্যবহার করবেন।
১. অনেকের ধারণা যে গ্রীস্মকালে শরীর থেকে ঘাম হওয়ার ফলে সানস্ক্রিন ধুয়ে যায়। ফলে অনেকেই পুনরায় সানস্ক্রিন ব্যবহারে দেখা যায়। কিন্তু শীতকালে অনেকে অনুধাবন করেন না যে, শীতের কড়া হাওয়ায় সানস্ক্রিন আরো দ্রুত নিঃশেষ হয়ে যায়। তাই শীতে শুধু সকালে সানস্ক্রিন ব্যবহার করে সারাদিন নিশ্চিন্তে থাকা যাবে না। ত্বক বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে ২ ঘণ্টা পরপর ত্বকে সানস্ক্রিন ব্যবহারের দরকার।
২. সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হয়ে থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি সারা বছর ধরেই বিকিরিত হয়ে থাকে, এমনকি মেঘাচ্ছন্ন দিনেও। শীতকালেও প্রায় ৮০ শতাংশ পর্যন্ত সূর্যের রশ্মি নিচে আসতে পারে। যার মানে হল, আপনার ত্বক এই ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসছে। অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচতে সানস্ক্রিন ক্রিম বা লোশন অত্যন্ত জরুরি।
৩. এই সময়ে হাওয়াতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়। আর এই শুষ্ক ত্বকে বাড়ে বলিরেখা সংখ্যাও। তাই শীতকালে সানস্ক্রিন ব্যবহার জরুরি। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে বয়সের ছাপ এড়ানো যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct