আপনজন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি কসোভোর স্বাধীনতা দিবস। তার আগে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত লুলজিম এমজেকু বলেন, কসোভোর জনগণ পশ্চিম বলকানের সাথে আরো আন্তর্জাতিক সম্পৃক্ততা দেখতে চায় যাতে ঘৃণামূলক বক্তব্যের ক্রমবর্ধমান জোয়ার রোধ করা যায়। উদ্দেশ্য যাতে উত্তেজনা বিরাজ করা অঞ্চলে শান্তি রক্ষা করা যায়। লুলজিম এমজেকু ১৪ জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে জারি করা একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেন, কসোভাররা রেকাক গণহত্যার ২৩ তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার ব্যক্তিরা নৃশংসতাকে গৌরবান্বিত করেছে, যুদ্ধাপরাধীদের প্রশংসা করেছে, ঘৃণামূলক বক্তব্য দিয়ে সম্প্রদায়কে লক্ষ্য করেছে। কিছু ক্ষেত্রে সরাসরি সহিংসতা উস্কে দিয়েছে। ওএইচসিএইচআর-এর কাছে আহ্বান হানিয়েছে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করে। ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেয়। দুর্ভাগ্যবশত, আমরা সাম্প্রতিক সময়ে তিনি বলেন, ওএইচসিএইচআর যে ঘটনাগুলো উল্লেখ করছিল তাতে সার্বিয়ান যুদ্ধাপরাধী রাটকো ম্লাডিকের নামে ধ্বনি দিযে বিশাল সংখ্যক লোক জড়িত ছিল। টর্চলাইট শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী গান গাওয়া হয় যুগস্লোভিয়ার বিভিন্ন জায়গায়।
জাতিসংঘের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ঘৃণামূলক অপরাধ সার্বিয়ায় এবং কসোভোর উত্তর-পশ্চিমে বসনিয়া ও হার্জেগোভিনার কয়েকটি ঘটনার ্কউল্লেখ করা হয়।
বলা হয একটিঘটনায় উত্তর-পূর্ব বসনিয়ার জানজার একটি মসজিদের কাছে গুলি চালানো হয়, যেখানে স্থানীয় বসনিয়াকদের (বসনিয়ার মুসলমানরা) নামাজ থেকে ফেরার সময় তাদেরকে বিদ্রুপ ও হুমকি দেওয়া হয়।
পশ্চিম বলকানের মুসলমান জনগোষ্ঠী জাতিগত ঘৃণার কুৎসিত ইতিহাস খুব ভালভাবে জানে। জার্মানির বাডেন-উর্টটেমবার্গের হেইলব্রন শহরের কাছে ১৯৮২ সালের ১৭ জানুয়ারি সার্বিয়ান-যুগোস্লাভ গোপন পুলিশ জুসুফ এবং বারদোশ গারভালা, কসোভার আলবেনীয় শিল্পী, লেখক ও রাজনৈতিক কর্মীদের হত্যার কথা উল্লেখ করে মেজকু বলেন, “চল্লিশ বছর আগে কসোভোর বর্তমান পররাষ্ট্র মন্ত্রী দোনিকা গারভালা-শ্বার্জের বাবাকে হত্যা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct