কুতুবউদ্দিন মোল্লা,বাসন্তী,আপনজন: আবারও গোষ্ঠী দ্বন্দে উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রামচন্দ্রখালি এলাকা।অভিযোগ এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। পাশাপাশি অপর দুই তৃণমূল নেতা আহত হয়েছেন।তাঁদের কে প্রথমে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অবস্থা সঙ্কটজনক হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।এমন ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মাদার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে তড়িঘড়ি উপস্থিত হয়েছে বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে।এদিন রামচন্দ্রখালির বাসিন্দা তৃণমূল নেতা রাকেশ রোশন মোল্লা বাড়ি থেকে বেরিয়ে বাইক এ করে বাসন্তীর সোনাখালি বাজারের দিকে আসছিলেন। পথে আচমকাই তাঁর পথ আটকায় কিছু দুষ্কৃতি। মোটরবাইক থেকে নামিয়ে তাঁকে ব্যাপক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপ কোপানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় যুব তৃণমূলের তরফে অভিযোগের আঙুল উঠেছে মাদার তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই বৃহস্পতিবার দুপুরের এই ঘটনা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই সামনে এনেছে। যদিও মাদার তৃণমূলের তরফে স্থানীয় নেতাদের এবং এলাকার বিধায়ক শ্যামল মন্ডল দাবী করে জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তাদের কোন যোগ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct