মনিরুজ্জামান,দেগঙ্গা,আপনজন: বর্তমানে ধান চাষ করতে চাষির অর্থ খরচ হচ্ছে অনেকটাই। এবার সেই খরচে লাগাম টানার সময় এসেছে।উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা ডঃ সুপ্রতীক ঘোষের তত্ত্বাবধানে দেগঙ্গা ব্লকের চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা মৌজার কেয়াডাঙ্গা গ্রামে প্যাডি ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে উচ্চ ফলনশীল ধানচাষ ও প্রযুক্তি সম্পসারণের সূচনা হল বৃহস্পতিবার। এদিন এই গ্রামের লতিফ বিশ্বাস তাঁর ২৫ বিঘা জমিতে এই পদ্ধতিতে ধান চাষ শুরু করেছেন।এই নিয়ে তিন বছর লতিফ বিশ্বাস এই পদ্ধতিতে চাষ করছেন। এদিন উপস্থিত ছিলেন দেগঙ্গা সহ কৃষি অধিকর্তার করণের অ্যাসিস্টান্ট টেকনোলজি ম্যানেজার (এ টি এম) পুষ্পল আড়তদার, ব্লক টেকনোলজি ম্যানেজার(বি টি এম)নির্মল পাউড়িয়া, চেয়ারম্যান দেগঙ্গা ব্লক কৃষি অধিকর্তার করণ ইমারত বক্স।১’/২’ প্ল্যাস্টিক ট্রে তে জৈব সার এবং মাটির গুড়ো মিশিয়ে বীজতলা তৈরী করতে হবে। বীজতলা এই প্যাডি ট্রান্সপ্লান্টারে বসাতে হবে। পুষ্পল আড়তদার জানালেন,এই পদ্ধতিতে চাষের জন্য জল খরচ হবে খুব কম। ফলন বিঘাপ্রতি ৬০ কেজির হিসাবে ১৬ বস্তা হবে। সমস্ত খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৭২৩৫ লাভ থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct