আপনজন ডেস্ক : অনেকের ঘরেই মাকড়সার খুব বেশি উৎপাত দেখা যায়। যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন, দুইদিন পর পর ঘরের সিলিংয়ে মাকড়সার জালে ভরে যায়। ছো়ট-বড় মাকড়সাও দেখা দিতে থাকে যখন-তখন। বেডরুম, বাথরুম, রান্নাঘর সর্বত্রই দেখা যায় মাকড়সার জাল। এ তো গেল ঘরের কথা। এছাড়াও মাকড়সা শরীরে, জামাকাপড়ে হাঁটাহাঁটিও করতে থাকে। আর যত চেষ্টাই করুন না কেন মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাওয়া বেশ কঠিনই ! বাড়িতে এমন সমস্যা হলে কী ভাবে তা সামলাবেন? মাকড়সার উৎপাত কমানোর কয়েকটি সহজ উপায় আছে। শুধু মানতে হবে কয়েকটা নিয়ম।
১. লেবু: লেবুতে থাকা উপাদানগুলো মাকড়সা তাড়াতে দুর্দান্ত কাজ করে। ঘরের যেসব জায়গায় মাকড়সার উৎপাত বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। এছাড়া একটি স্প্রেয়ার বোতলে জলের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন।
২. রসুন: মাকড়সা তাড়াতে খুবই কার্যকরী রসুন। এর কটূ গন্ধ ঘর থেকে পোকামাকড় তাড়াতে সহায়তা করে। দুই থেকে তিনটি রসুন জলের মধ্যে দুইদিন রেখে দিন। এবারে সেই জল স্প্রে করতে পারেন যেসব জায়গাগুলোতে মাকড়সা বেশি থাকে।
৩. বেকিং সোডা: যেসব জায়গাগুলোতে মাকড়সা উৎপাত অনেক বেশি সেখানে বেকিং সোডা ছিটিয়ে রাখতে পারেন। এতে মাকড়সার সঙ্গে সঙ্গে অন্যান্য কীটপতঙ্গ বাড়ি থেকে বিদায় নেবে।
৪. দারুচিনি গুঁড়ো: দারুচিনির কড়া গন্ধে মাকড়সা পালিয়ে যায়। তাই দারুচিনি গুঁড়ো ছিটিয়েও রাখতে পারেন মাকড়সার হাত থেকে মুক্তি পেতে।
৫. সাদা ভিনেগার: জলের সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ঘরের কোণে এবং দেয়ালে স্প্রে করুন। ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা পালাতে বাধ্য হবে।
৬. দেওয়ালের কোনায় হলুদ মেশানো জল স্প্রে করুন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
৭. সপ্তাহে অন্তত একবার ঘরের দেওয়াল ভাল করে ঝেড়ে ফেলুন। কারণ দেওয়ালে ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।
৮. বছরে অন্তত একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।
৯. যখনই দেখবেন, ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে। এ ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct