শহরের পরনো বাড়ি ধসে পড়ার কথা শোনা যায়৷ এবার ধসে পড়ল অাস্ত একটা বিয়ে বাড়ি৷ বুধবার রাতে রাজস্থানের ভারতপুর জেলায় একটি বিয়ে বাড়িতে ভবন ধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ধসে আহত হয়েছেন আরও ২৮ জন এবং ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বেশ কয়েকজন।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক অলোক ভাশিস্ত জানান, ধূলোঝড়ের কারণে ভবনটি ধসে পড়ে। অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা জানান, ২৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্য ১১ জন পুরুষ, ৮ নারী ও ৪ শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সতিশ চন্দ্র বলেন, দুর্যোগ ও ত্রাণবাহিনীকে খবর পাঠানো হয়েছে। জয়পুর থেকে একটি দল এসেছে। পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। কিন্তু ঝড় ও বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়াতে পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে। ফলে উদ্ধার কাজে দেরি হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct