এম মেহেদী সানি,বনগাঁ,আপনজন: ক্ষমতায় এলে পুলিশ দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের এনকাউন্টার করবেন বলে হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। মঙ্গলবার কল্যাণীর গয়েশপুরে বিজেপি-র পার্টি অফিসে হামলা এবং বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রামপদ দাসের উপর আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদ স্বরূপ বুধবার বেলা বারোটা থেকে বনগাঁ সাংগঠনিক জেলার গোপালনগর থানার নহাটা বাজার, বাগদা থানার হেলেঞ্চা বাজার-সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ শুরু করে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।
এদিন গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে যশোর রোড অবরোধ করে শতাধিক বিজেপি কর্মীরা। অবরোধ চলাকালীন বক্তব্য দেওয়ার সময় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ওই মন্তব্য করেন। তিনি বলেন ‘‘গত কাল তৃণমূলের হার্মাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে। এটা খুবই নিন্দনীয়। সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করছে তৃণমূল।’’ তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে স্বপনবাবু বলেন ‘‘ যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী। তাদের বলে দিতে চাই, এই পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করাব আমরা ।’’
এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য সেখানে দাঁড়িয়ে একজন বলছেন এনকাউন্টার করাবেন ! এরা না আসলে পুলিশ রাজ-এ বিশ্বাস করেন। বিজেপি উত্তরপ্রদেশ মডেলে বিশ্বাসী যেখানে গুলি করে মারা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ, মারামারি করছেন নিজেরা, তারপর বলছেন পুলিশদের দিয়ে এনকাউন্টার করাবো। এটা কি ভাষা ? এটা আসলে বিজেপির তথাকথিত সব ওই ডবল ইঞ্জিন সরকারের কালচার যা নিন্দনীয়।
এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন “বিজেপি একটি উন্মাদের দল, উচ্ছৃঙ্খল দল ওদের ব্যাপারে যত কথা কম বলা যায় ততই ভালো। আর স্বপন মজুমদার নিজে একজন জালিয়াত, জন্ম সার্টিফিকেট নকল করে বিধায়ক হয়েছে, তার বিরুদ্ধে মামলা চলছে, ওর বিধায়ক পদ খারিজ হবে। বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। আমরা মারামারিতে বিশ্বাস করিনা তৃণমূল কংগ্রেস শান্তির প্রতীক। বিজেপি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের ঝামেলা তৃণমূলের উপর চাপিয়ে দিতে চাইছে। গোধরা কান্ড, হাথরস কান্ড সহ বিভিন্ন জায়গায় হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা বাধানোই বিজেপির কাজ। বিজেপি সন্ত্রাসবাদী একটি দল এদের সম্পর্কে বেশি কিছু কথা বলার প্রয়োজন নেই” বলে মন্তব্য করেন চেয়ারম্যান শঙ্কর দত্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct