আপনজন ডেস্ক: মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গায় করোনার কড়া বিধিনিষেধ জারি হয়েছে। দফায় দফায় সপ্তাহে দুদিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন এলাকার সব দোকানপাট, হাটবাজার বন্ধ থাকবে। তার প্রস্তুতি ইতোমধ্যে নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। দেগঙ্গার পুলিশপ্রধান সৌমজিৎ বড়ুয়া পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জন সচেতনতা কর্মসূচি পালন করছিলেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান। সেই সময় ওই পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরসাইকেলে করে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন। পুলিশ কর্মকর্তারা ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। কেন তিনি মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।তার পর তাকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এবং আটক করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। পরে তাকে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct