জৈদুল সেখ,বহরমপুর,আপনজন: মুর্শিদাবাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনের বিরুদ্ধে। জেলা শাসক ও রাজ্য পঞ্চায়েত উন্নয়ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ইঞ্জিনিয়ার গৌতম স্যানাল।
সরকারি কাজে স্বচ্ছতার জন্য ই-টেন্ডারের উপর বিশেষ জোর দিলেও সরাসরি দলের এক নেতা সেসবের পরোয়া করে, পছন্দের লোককে সরকারি কাজের বরাত পাইয়ে দিতে নিজের অফিসে ডেকে ডব্লুবিএসআরডিএসএ- এর এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল রাজীব হোসেন বিরুদ্ধে। এমনই অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে তৃণমূল কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ্যের গুলি কুরে খুনের হুমকির অভিযোগে সরগরম হয়েছে জেলা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রদেশে কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূল মানেই ভয় সন্ত্রাস লুট মাস্তানি। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যদি ব্যাবস্থা না নেয় তাহলে এ রাজ্যে সরকারি কর্মীরা কাজ করতে ভয় পাবে। ব্যবস্থা নেওয়া সরকারের নৈতিকতার প্রশ্ন এটি বলেও উল্লেখ করেন অধীর।
প্রসঙ্গত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র গৌতম স্যানাল চিঠিতে লিখেছেন, গত ১৪ জানুয়ারি জরুরি বৈঠকের জন্য মুর্শিদাবাদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন তাকে অফিসে ডাকেন। অফিসে ঢোকামাত্রই তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। কর্মাধ্যক্ষের অফিস থেকে তিনি কোনওভাবে বেরিয়ে এলে তার অফিসে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। তাদের সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ।
এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা রাজীব হোসেন বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন, সে যা অভিযোগ করেছে তার তদন্ত হোক সত্য প্রকাশ হোক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct