সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: জলঙ্গি বিধানসভার খয়রামারী অঞ্চল তৃণমূল প্রধান হাসিনা তার বাবার বাড়িতে আছে এই সন্দেহ করে সেই বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস ওরফে ঝন্টুর বিরুদ্ধে। কিন্তু ঘটনার সময় প্রধান বাবার বাড়িতে ছিলেন না। ফলে তিনি প্রাণে বেঁচে যান এমনটায় জানায় প্রধান হাসিনা বানু। যদিও ঘটনায় প্রধানের বাবার বাড়ির কারো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। প্রধান হাসিনা বানু বলেন, পঞ্চায়েত অফিসে সহ কর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করেন নাসিরউদ্দিন বিশ্বাস। এছাড়াও তিনি তার ইচ্ছেমত পঞ্চায়েত চালানোর চেষ্টা করেন। এসবের প্রতিবাদ করায় প্রধানকে মেরে ফেলার পরিকল্পনা করেন। প্রধান তার বাবার বাড়িতে আছে এই সন্দেহে তার বাবার বাড়িতেই পরপর দুটি বোমা মারা হয়।
কিন্তু তিনি তার নিজ বাড়িতে থাকার জন্য কোনক্রমে প্রাণে বেঁচে যায় বলে জানিয়েছেন প্রধান। ঘটনায় অঞ্চল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় জানাতে গেলে, পুলিস আভিযোগ নেয়নি বলে জানান প্রধান। যদিও ঘটনার কথা অস্বীকার করেন বর্তমান অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস।
তিনি বলেন ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct