সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: সংসার চলে না, তাই সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ঋণ করে মাস ছয়েক আগে একটি টোটো কিনেছিলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের বুলেট মোল্লা। তিনি মনে করেছিলেন, এরপর হয়তো তিনি মনে করেছিলেন মা বাবা এবং এক ভাই ও বোনকে নিয়ে স্বাচ্ছন্দে কাটবে সংসার মিটবে সংসারের অভাব-অনটন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল তার। টোটো কেনার পরেই মাস তিনেক ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তারপরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন যতটুকু সম্পত্তি ছিল তা বিক্রি করে ছেলের চিকিতসা করেছেন বাবা কালাম মোল্লা।
কিন্তু এই মুহূর্তে আর চিকিৎসা করানোর কোন উপায় নেই। বুলেট মোল্লার বাবা কালাম মোল্লা একটি রুটি বেকারিতে শ্রমিকের কাজ করেন তারও সামর্থ্য নেই এত টাকা খরচ করে ছেলেকে সুস্থ করে তোলেন। তিন ছেলেমেয়েকে নিয়ে এখন কালাম মোল্লার সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই মৃত্যুর দিকে ঢলে পড়ছে ছেলে।
বুলেট মোল্লা বিছানা থেকে উঠতে পারছেন না এখন তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে এই মুহূর্তে তাকে সুস্থ করতে গেলে মোটা অংকের অর্থের প্রয়োজন রয়েছে। কোথা থেকে আসবে সে অর্থ তা ভেবেই রাতের ঘুম ছুটেছে পরিবারের সকলের।
এই পরিস্থিতিতে তিনি তাকিয়ে রয়েছেন আর্থিক সহযোগিতার দিকে। কিন্তু আর্থিক সহযোগিতা কোথা থেকে আসবে কে করবে সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। তবে সকলেই যদি বুলেট মোল্লাকে আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো একদিন আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন।
বুলেট মোল্লার বাবা ও মা বলেন, আমাদের যা কিছু ছিল সর্বস্ব দিয়ে ছেলের চিকিৎসা করিয়েছি কিন্তু এখন আর সামর্থ নেই। তাই সরকারের কাছে আবেদন তারা যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে ভীষণ উপকৃত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct