আপনজন ডেস্ক: চারদিকে গিঞ্জি রাস্তা, মানুষের কোলাহল, যানজট, বৃষ্টি হলেই রাস্তায় ওঠে যায় পানি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার চিত্র এটি। সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দেশটির মোট জনসংখ্যার ৫৪ ভাগের বসবাস এখানে। দিনে দিনে বসবাসের আরো অনুপযোগী হয়ে ওঠছে শহরটি।
আর তাই নিজেদের রাজধানীই সরিয়ে ফেলছে এশিয়ার এ দেশটি। নতুন রাজধানী হিসেবে তারা বেছে নিয়েছে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে।
বোরেনো দ্বীপের নামও বদলে ফেলা হয়েছে। এখন থেকে এই দ্বীপটির নাম হবে নুসানতারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোই নতুন রাজধানীর নাম ঠিক করেছেন।
এই স্থানটি বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে।নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য দ্বীপটিতে ৩২.৫ বিলিয়ন ডলার খরচ করবে দেশটি। মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এক যুগ সময় লাগতে পারে।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে রাজধানী স্থানান্তরের বিল পাশ হয়। ফলে এখন প্রেসিডেন্টের সামনে নতুন করে একটি রাজধানী তৈরি করার পথে আর কোনো বাধা থাকল না। ২০১৯ সালে রাজধানী বদলে ফেলার উদ্যোগ নেন প্রেসিডেন্ট।
তবে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে বেছে নেওয়ায় পরিবেশবাদীরা আপত্তি জানিয়েছেন। কারণ এই স্থানটিতে অনেক বন্যপ্রাণী বাস করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct