আজিজুর রহমান,গলসি,আপনজন: পূর্ব বর্ধমানের গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশ্রয় নেওয়া ভবঘুরে বিশ্বনাথ চক্রবর্তী খুঁজে পেল তার পরিবারকে। আমাদের সাংবাদিকের সংগ্রহ করা দেখে পূর্ব মেদনীপুরের ঘাটাল থেকে আজ গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন বিশ্বনাথ এর পরিবারের লোকেরা। এবং নিখোঁজ বিশ্বনাথকে গাড়ি করে বাড়ি নিয়ে যান তারা। উল্লেখ্য, গতকাল পুরসা হাসপাতালের বিএমওএইচ ফারুক হোসেন বিশ্বনাথকে হাসপাতাল চত্বরে নোংরা জামাকাপড় পরে ঘুরতে দেখে নতুন বস্ত্র কিনে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সাথে তার খাবার ব্যবস্থা করেন হাসপাতালের কর্মীরা ও অ্যাম্বুলেন্স চালক সহ চা এর দোকানদাররা। স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দেওয়ার খবর ‘আপনজন’ তুলে ধরেছিল মঙ্গলবার। ‘আপনজন’-এর প্রকাশিত সেই খবর স্যোশাল মিডিয়ার মাধ্যমে পৌছে যায় ঘাটালে। তারপরই তার পরিবারের লোকরা তাকে গাড়ি করে বাড়িতে নিয়ে যান। বিশ্বনাথের দাদা কাশীনাথ চক্রবর্তী জানান, ঘাটালে বাজারে তাদের একটি দশকর্মার দোকান আছে। গত ইংরাজীর ২১ শে নভেম্বর বিশ্বনাথ ত্রিশ টাকা নিয়ে মামার বাড়ির যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর তারা ঘাটাল সহ কয়েকটি থানায় নিখোঁজ ডাইরি করেন। দীর্ঘদিন খোঁজ করার পর হাল ছেড়ে দেন। তবে এদিন ভাইকে ফিরে পেয়ে তাদের পরিবারে খুশি ফিরে আসে। এমন কাজের জন্য তারা আমাদের সাথে সাথে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান। ঘাটালের পৌরসভা প্রাক্তন কাউন্সিলর কৌশিক দত্ত বলেন, আমরা প্রশাসনের কাছে থেকে এই সাহায্য পাওয়ায় আশা করেছিলাম। তবে সংবাদ মাধ্যম সেই কাজ করে দেখিয়েছেন। শেষ মহুর্তে খবরে জানতে পেরে গলসি এসেছিলাম ওর দাদা ও ভাইকে নিয়ে। এখানে এসে হাসপাতালের সকল কর্মীদের আপ্পায়নে আমরা মুগ্ধ হয়েছি। তাছাড়া এখনকার সাংবাদিক যিনি এই সংগ্রহ করেছেন তিনিও খুব সহযোগিতা করেছেন। এমন কাজের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct