আপনজন ডেস্ক: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমাদের শরীরেও নানা পরিবর্তন আসে। আর তার প্রথম ছাপটা পড়ে আমাদের ত্বকে আর চুলে। শীতে শুষ্কতার হামলা ত্বকের সঙ্গেসঙ্গে চুলেও সামনে ভাবে পরে।অতিরিক্ত খুসকি, রুক্ষ বিবর্ণ চুল, এ সবই তারই চিহ্ন। শীতে অনেকের চুল পড়তেও দেখা যায়। শীতকালে চুলে বেশ কয়েকটি সমস্যা দেখা দেয় তারই কয়েকটির সমাধান রইলো।
১. আপনার চুল যদি এমনিতে শুকনোর দিকে হয় তাহলে শীতকালে বেশ সমস্যায় পরতে হবে। কারণ এই ধরণের চুল শীতকালে আরও বেশি রুক্ষ হয়ে উঠে। এই সময়ে অতিরিক্ত শ্যাম্পু বা চুল ব্লো ড্রাই করাটা একেবারে বন্ধ করে দিন। সপ্তাহে একবার, বড়োজোর দু’বার শ্যাম্পু করুন, তার বেশি কখনওই নয়। সপ্তাহের বাকি দিন গুলো সাধারণ ভাবে জলে চুল ধুয়ে কন্ডিশনার লাগান চুলের ডগার দিকে।
২. শীতকালে সততা সম্ভব ড্রায়ার বা অন্যান্য হিটিং টুল থেকে দূরে থাকায় ভালো। কিন্তু একেবারে জবজবে ভেজা চুল নিয়েও তো বসে থাকা যায় না। তাই একটা বড়ো তোয়ালে দিয়ে ভেজা চুল প্রথমে চেপে বাড়তি জলটা শুষে নিন। ঘষবেন না, তাতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। এরপর তোয়ালেটা চুলে পাগড়ির মতো করে জড়িয়ে রেখে বাকি কাজ সারুন। বাকিটা প্রাকৃতিক হাওয়ায় শুকিয়ে নিতে পারেন।
৩. স্নান করার পর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে নিন। প্রতিটা ভাগ তুলে ধরে গোড়ার দিকে ভল্যুমাইজ়িং বা রুট-বুস্টিং হেয়ার স্প্রে লাগান। এরপর পছন্দমতো আঁচড়ে নিলেই আপনি রেডি!
৪. শীতকালে অনেকের চুল পড়তে দেখা যায়। চুল পড়া রোধে করতে এলোভেরা জেল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করে নিন। তেল ঠান্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে চুলে লাগান।
৫. শীতের দিনে আর্দ্রতা কমে যাওয়ায় ফলে কম-বেশি সবাই এই সময়ে খুশকির সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে আধা কাপ অলিভ অয়েল হালকা গরম করে এর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৪৫ মিনিট রেখে হালকা কোনো শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এভাবে চুলের যত্ন নিন।
৬. রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের জন্য আধা কাপ পালং শাক, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েল বা নারিকেল তেল নিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করুন। এরপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। চুলে সিল্কি ভাব আসবে ও চুল হবে মসৃণ প্রাণবন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct