এম মেহেদী সানি,পেট্রাপোল,আপনজন: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে ট্রান্সপোর্ট কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে বন্ধ ভারত বাংলাদেশ রপ্তানী বানিজ্য । স্থল বন্দরের পার্কিং এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সোমবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন সামিল হন পেট্রাপোল বন্দরের ট্রান্সপোর্ট কর্মীরা।
পণ্য বোঝাই ট্রাকগুলি পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্ক দপ্তরের অনুমতি নেওয়ার জন্য পেট্রাপোল স্থল বন্দরের কেন্দ্রীয় পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়। অনুমতি পাওয়ার জন্য সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেন ট্রান্সপোর্ট সংস্থার প্রতিনিধিরা। কিন্তু সম্প্রতি সীমান্ত রক্ষী বাহিনী দেশের নিরাপত্তার স্বার্থে এই কর্মীদের আর সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যায় পড়েছেন ট্রান্সপোর্ট কর্মীরা। বানিজ্যের স্বার্থে পার্কিং এলাকায় প্রবেশের অনুমতি দেওয়ার দাবিতে এদিন সকাল থেকেই বিক্ষোভ আন্দোলন শুরু হয় পেট্রাপোল সীমান্তে। অনুমতি না পাওয়া পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে বলে জানান আন্দোলনরত ট্রান্সপোর্ট কর্মীরা। এ প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন ‘কিছুদিন আগে আমাদের এখানে যেসব কুলি ছিল যারা মাল আনা নেওয়ার কাজ করতো তারা সবাই স্থল বন্দর কর্তৃপক্ষের কড়াকড়ির জন্য কাজ হারিয়েছেন। আমরা আশঙ্কায় ছিলাম, আমরা তাদের নিয়ে লড়াই করার চেষ্টা করেছি। এখানকার অর্থনীতি সাধারণ মানুষকে নিয়ে কিন্তু এর পরের ধাপে বেশ কয়েকদিন ধরে বাইরের লোক ঢুকতে বারণ করা হচ্ছে। আক্ষরিক অর্থে এরা বাইরের লোক না, এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা যতদিন চলছে ততদিন তারা সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত। এখানে ২৫০-৩০০ জন ছেলেরা কাজ করে তাদের নির্দিষ্ট একটা সংগঠন আছে ‘বনগাঁ গুডস্ ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।’ কিন্তু হঠাৎ করে বিএসএফের উর্দ্ধতন কর্তৃপক্ষ বন্দরে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা অনুরোধ করেছিলাম কর্মীদের লিস্ট করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হোক যাতে বাণিজ্য স্বাভাবিক থাকে কিন্তু তারা কর্ণপাত করেননি ফলে আজ সকল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct