অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সৈয়দপুর এলাকার ঘটনা । পরিবারের তরফ থেকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার মুচলেখা নেওয়া হয় প্রশাসনের তরফে।
জানা গেছে, নাবালিকা মেয়েটির স্থানীয় একটি হাইস্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী। তার বিয়ে ঠিক হয়েছিল গঙ্গারামপুর ব্লক এলাকার এক যুবকের সাথে। বিয়ে উপলক্ষে যাবতীয় প্রস্তুতি চলছিল। এদিকে নাবালিকার গোপনে বিবাহ দেওয়ার কাজ শুরু হতেই, এলাকায় বাল্যবিবাহ হচ্ছে এমন খবর আশে ইন্টার এজেন্সী গ্রুপ আইএজি এর ভলান্টিয়ার এর মাধ্যমে। খবর পেয়ে ব্লক ও পুলিশ প্রশাসন যৌথভাবে নাবালিকার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এএসআই সঞ্জয় শীল, কুমারগঞ্জ ব্লক শিশু সুরক্ষা কমিটির সদস্য মিজানুর রহমান, অ্যাকশন এইড এর জেলা কো-অর্ডিনেটর অনিমেষ চ্যাটার্জী, ব্লক কো-অর্ডিনেটর প্রবীর রায় মেয়েটির বাড়িতে পৌঁছায় এবং নাবালিকার পরিবারের লোকেদের বাল্য বিবাহের কুফল ও বাল্য বিবাহের আইন সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। বিয়ে বন্ধের পাশাপাশি ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না এমন মুচলেখা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে নেওয়া হয়। মেয়ের বাবা, মা বিষয়টি বুঝতে পেরে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন।
এবিষয়ে কুমারগঞ্জ ব্লক শিশু সুরক্ষা কমিটির সদস্য মিজানুর রহমান জানান, মেয়েটির পরিবারে বাবা, মা এক ভাই রয়েছে। বাবা বিছানায় শয্যাশায়ী। আর মেয়েটির মা মাঠে-ঘাটে কাজ করে খুব কষ্ট করে সংসার চালান। মেয়েটি অশ্রু নয়নে আমাদের জানায়, সে পড়াশোনা করতে চায়। মেয়েটির পরিবারের তরফে জানানো হয়, মেয়েটির পোশাক, বই ও পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রয়োজন। পরিবারটিকে সব রকম আশ্বাস দিয়ে মেয়ের বাবা-মা’কে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। পুরো বিষয়টির উপর আমার নজর রাখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct